Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
SpaceSuite
on 23/09/2020, 16:59:10 UTC
⭐ Merited by Fatemablabla (1)
বিটকয়েন কি? বিটকয়েন কিভাবে কাজ করে?

আমি বিটকয়েন সর্ম্পকে ভালো জানি না। এ সম্পর্কে Youtube এ কিছু ভিডিও দেখলাম, কিন্তু ভালো ভাবে বুজতে পারলাম না। বিটকয়েন নিয়ে বিস্তারিত ভাবে বলবেন।
নিচের link দুইটা পইড়া দেখেন...

১. https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8

২. https://wirebd.com/article/1163



বিটকয়েন ডিএফআই কী এবং এটি কীভাবে কাজ করে?
কয়টা post উপরেই উত্তর আসিল ভাই...

Decentralized Finance (DiFi) কি? Decentralized Finance কিভাবে কাজ করে? বর্তমানে Decentralized Finance এর আওতায় কোন কোন coin/Token গুলো আছে?

সহজ ভাষায় বললে, যেসকল লেনদেন সম্পন্ন করার জন্য ডিসেন্ট্রালাইজ ও ব্লকচেইন পদ্ধতি ব্যবহার করা হয়, সেসকল বিষয় DeFi  এর মধ্যে পড়ে । আর ক্রিপ্টোকারেন্সির সকল বিষয় আপনার DeFi এর মধ্য পড়ে, তবে কিছু কিছু প্রজেক্টের মূল উদ্দেশ্য থাকে এই DeFi সেক্টরটিকে ব্যবহার করা এবং  সেই ধরনের অনেক কয়েন রয়েছে। বর্তমানে DeFi এর অনেক হাইপ চলতেছে, যেমনটা ২০১৮ এর বুল মার্কেটের পর ICO এর চলতেছিল। তাই যেকোনো প্রজেক্ট DeFi ট্যাগটা ব্যবহার করলেই বিনিয়োগ করিয়েন না। কারণ অনেক স্ক্যাম প্রজেক্টও মার্কেটে আসতেছে, যেগুলোর কোনো কাজে নাই এই মার্কেটে । কিন্তু শুধুমাত্র DeFi ট্যাগটা ব্যবহার করতেছে।

ডিসেন্ট্রালাইজড মানে হলো যা কোনো সরকার বা কোম্পানির আওতায় নেই। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স(ডেফি) একটি আর্কিটেকচার যা কোনো কোম্পানি বা সরকারের নিয়ন্ত্রনে নেই। এই আর্কিটেকচারে অন্যান্য বিনোয়গকারী এবং উদ্যোক্তাগন নতুন করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন।

আমার মতে এই জায়গায় লাইনটা এমন হবে, ডিসেন্ট্রালাইজড মানে হলো কোনো তৃতীয় কোনো মাধ্যম বা দুই ব্যবহারকারীর জন্য মিডিলম্যান থাকবে না। কারণ কোম্পানি বললে সম্ভবত ভুল হবে, যেহেতু যেকোনো ব্যাক্তিও যেকোনো লেনদেনের জন্য নিশ্চয়তার কাজ করতে পারে। আর নতুন প্রজেক্ট তৈরি এটা সঠিক না, শুধুমাত্র বিনিয়োগকারী তাদের মতামত/ভ্যাটো প্রদানের মাধ্যমে প্রজেক্টটিতে কি করা হবে, সেটির সিদ্ধান্ত নেয়া হয়। ওটাকে নতুন প্রজেক্ট তৈরি বললে ভুল হয়। এটা আমার মতামত, কারণ সকলের মতামত একই নাও হইতে পারে।  Wink