Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 23/09/2020, 18:46:09 UTC
⭐ Merited by Pffrt (1) ,Fatemablabla (1)
কাল যাগো উপর merit rain হইসে, সবাইরে অভিনন্দন। আশা করুম আপনারাও সেইগুলা এই thread এই share দিবেন।

@BitCoinDream আপনারে একটাই কথা কমু। Quote গুলা যখন করতেসিলেন, তখন বারো জনের বারো খান দেওয়া যাইলো না? ছয়খান যদি একজনের দেন, তাইলে আমাগো contribution এর আর কি মূল্য রইল?
এটা নিয়ে আসলে আমরা মন্তব্য করাটা আসলে ভালো দেখায় না। আসলে উনি আমার আপনার এবং আমাদের মতো অনেকেরই অনেক সিনিয়র হবেন এই ফোরামে। শুধু একজন মানুষ একটা বোর্ড পরিচালনা করছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার, আর এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

আপনার প্রশ্নটি আমার কাছে যৌক্তিক মনে হয়নি আর আমার নিজের ও একটা মাত্র পোস্ট নির্বাচিত হয়েছে, হয়তো আমার কোয়ালিটি ছিলো এভারেজ অথবা আরো নিচে। ঠিক এমনটাই আসলে আপনার সাথে হয়েছে বলে আমি মনে করি। কারন কোয়ালিটি থাকলে নির্বাচিত হতেন। আমরা যে অনেক গুরুত্ব দিয়ে পোস্ট করি ব্যাপারটা কিন্তু এমনো না। কিন্তু উনার এই পদক্ষেপের ফলে আমরা অন্তত কিছু মানুষ উৎসাহ পেয়েছি, আবার কেউ দেখে উৎসাহিত হয়েছি।

পরিশেষে এটাই বলবো আপনার একটিও নির্বাচিত না হলে ভেবে নিন আপনার আরো ভালো করে পোস্ট করতে হবে। আরো বিস্তারিত জানতে হবে। আর যার ৬টি নির্বাচিত হয়েছে উনার পোস্ট গুলো একবার দেখে আসুন। তাহলে আপনি অনেক কিছু যেমন জানতে পারবেন তেমনি আপনার বোঝাও হয়ে যাবে কি কারনে একজনের এতো গুলো নির্বাচিত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন