Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
SpaceSuite
on 21/09/2020, 19:22:55 UTC
যখন post দিসিলাম, ঐটা ১ ডলার মতন আসিল। সেইখান দিয়া প্রায় ১.৭৫ ডলার অব্দি গেসলো। অহন আবার খানিকটা কমসে দেখতাসি।
আপনি যদি চান শর্ট ট্রেড করতে পারেন ,কিন্তু নিজের বিচার-বিশ্লেষণ করার পর এবং অবশ্যই চেষ্টা করবেন স্টপ-লস ব্যবহার করার। তবে আমার কাছে মনে হচ্ছে Compound ও DMM টোকেন দুইটি শুধুমাত্র হাইপের উপর চলতেছে। কারণ Compound টোকেনের এমন মূল্য বৃদ্ধির পর থেকে অনেক Defi প্রজেক্ট মার্কেটে চালু হচ্ছে , যেগুলো কিছুদিন আগে পর্যন্ত মার্কেট ছাড়ার পর্যায়ে ছিল। তাই এখন কেউ Defi প্রজেক্টে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই নিজেদের রিস্কে ট্রেড করিয়েন এবং অন্যদের ট্রেডিং কপি না করায় ভালো।
আমার মতে DMG মইরা গেসে। এর আর কোনো ভবিষ্যৎ নাই।