Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
cryptalpro
on 26/10/2020, 16:04:13 UTC

ভাই,
আপনার কাছে একটা অনুরোধ, আমার account এ red Trust আসছে। আমার ২০+ বান্টি জয়েন করা। দয়া করে একটা পোজেটিপ ট্রাস্ট দিবেন। আমার পোস্ট লিঙ্কঃ https://bitcointalk.org/index.php?topic=631891.msg54878471#msg54878471


আমি আপনাকে  পজেটিভ ট্রাস্ট দিতে পারবোনা।  কারন আপনার সাথে আমার কোনো ট্রাঞ্জেকশন হয় নাই, অতীতে কোনো ডিল হয় নাই। আর চাইলেই কাউকে পজিটিভট্রাস্ট দেওয়া যায় না। তাই এগুলো ২য় বার আর না বলার অনুরোধ রইল।

আর আপনি রেড ট্রাস্ট খাবেনই। কারন আপনি ২-৩টা আইডি দিয়ে একসাথে বাউন্টি করতেছেন। যেটা ফোরামে নিষেধ করা আছে। তারপরেও আপনারা বেশিরভাগ ফোরামে জয়েন করার পর যখন দেখেন যে কাজ করা সোজা, তখন একেকজন ৩-৫টা আইডি খুলে কাজ শুরু করে দেন। কেন ভাই ১আইডি দিয়ে কি ইনকাম হয় না আপনাদের? এত লোভী কেন আপনারা। এই জন্যই অতি লোভে তাতি নষ্ট। কয়েকদিন পর সব আইডি রেড খেয়ে বসে থাকে।   


কি বলবো আর, মানুষ কেন সততা কে বিক্রি করে সামান্য একটু লোভের আশায়। টাকা তো আসবে যাবে, কিন্তু একবার অসৎ ভাবে কোনো কাজ করলে বিপদ আসবেই। সেই বিপদ থেকে উঠা অনেক কঠিন হয়ে যাবে। আমি সবাইকে উল্লেখ করে ছোট্ট করে আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি।

আমার জীবনে ক্রিপ্টো তে কাজ শুরু করার পর, আমি অনেক পড়াশুনা করি ক্রিপ্টো আইসিও প্রজেক্ট নিয়ে। মোটামোটি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি। সময়টা তখন ২০১৮ এর শেষের দিক। আমি এয়ারড্রপ আর বাউন্টি কাজ করে ওরকম বেশি ইনকাম করতে পারতাম না তখন, কারণ ক্রিপ্টো মার্কেট তখন ভালো ছিল না । কিন্তু ২০১৮ শুরুর দিকে বুল মার্কেট এর সময় অনেক ইনকাম করেছি।

তখন কিছুটা টাকার সমস্যায় ছিলাম পরিবার নিয়ে, কারণ আমি অন্য কোনো কাজ করতাম না। তো হটাৎ আমার এক ছোট ভাই, আমাকে ফোন করে বললো ভাই, আমাকে ১ ইথারিয়াম সেল করে দেন আমার টাকা লাগবে। তো আমি তার ইথারিয়াম সেল এর বেবস্থা করে দেই। ঠিক একইভাবে আমার ওই ছোট ভাই প্রতিদিন ১ বা ২ বা ৩ ইথারিয়াম করে সেল দেওয়া শুরু করে আমার মাদ্ধমে। তো আমি ওকে একদিন প্রশ্ন করি, যে এত ইথারিয়াম তুমি কোথায় পাও? সে বললো ভাই আমি ফাইভের এ কাজ করতাম ওখান থেকে এক আইসিও প্রজেক্ট এর কাজের জন্য অফার আসে মার্কেটিং ডিরেক্টর এর জন্য।

তখন ও ফাইবার এর কাজ ছেড়ে ওই আইসিও কোম্পানিতে কাজ শুরু করে প্রতি মাসে ভালো একটা পেমেন্ট এ। তো আমি বললাম ভালোই তো চালিয়ে যাও। ও বললো ভাই এই মাসে শুরু করেছি , কিন্তু আমি আপনাকে বলবো এই ভেবে সময় ঠিক করেছিলাম কিন্তু আপনি আগেই আমার সাথে দেখা করলেন। তো আমি বললাম ভাই বলো আমি কি করতে পারি। বললো আমাকে আইসিও মার্কেটিং এর বিষয়ে সাহায্য করেন। আমি বললাম কেন তুমি পারো না? ও বললো না। আমি বললাম তাহলে জব কেন নিয়েছো? বললো আপনি পারেন তাই আপনার সাহায্যে আমি জব চালিয়ে যেতে চাই।

আমি বললাম এটা তো ঠিক না। ও বললো ভাই আপনাকে প্রতি মাসে একটা পেমেন্ট দেব আমাকে মার্কেটিং এ সাহায্য করুন। তখন, আমি বললাম ঠিক আছে, তো আমি ওকে প্রতিদিন মার্কেটিং সাজেশন দিতাম আইডিয়া দিতাম। মোটামোটি ভালো যাচ্ছিলো। তো একদিন ও আমাকে আরো দায়িত্ব দিলো, বললো টেলিগ্রাম কমিউনিটি সাপোর্ট দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে। কিন্তু মাসিক পেমেন্ট কি বাড়িয়ে দিবে না? ও বললো দেবে। এই ভাবে ২ মাস গেলো, কিন্তু সেই আগের পেমেন্ট ও আমাকে দিতেছে। কিন্তু আমি গাধার মতো প্রতিদিন ১০ ১২ ঘন্টা খেটেই যাচ্ছি।

একটা পর্যায় ও আমাকে ঠিক মতো পেমেন্ট দেয়া বন্ধ করে দিচ্ছে। ওই দিকে ওই কোম্পানির টীম মেম্বার্স রা এবং কোম্পানির মালিক পর্যন্ত আমার ওপর অনেক খুশি আমার কাজ ও সততার জন্য। কোম্পানীতো জানে যা ও আমাকে ঠিক মতোই পেমেন্ট দিতেছে, কিন্তু আসলে তা না। তাই হটাৎ আমি চিন্তা করলাম, এত কাজ করছি আমাকে পেমেন্ট দিতেছে না আবার যা দেয় তা হিসেবে ৩ ভাগের ১ ভাগ দেয়। অনেক কষ্ট হচ্চে, তাই সিদ্ধান্ত নিলাম কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজার এর কাছে কমপ্লেইন করবো।

সব কিছু খুলে বললাম কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজারকে। ম্যানেজার আমাকে বললো, আমরা তো তোমার মাসিক পেমেন্ট এত কম দিতে বলি নি, আর ও কিভাবে তোমাকে এত কম দেয়। অপেক্ষা করো আমি ওর সাথে কথা বলে নেয়। তো ম্যানেজার ওর সাথে কথা বলে কনফার্ম হয়েছে। এবং ম্যানেজার আমাকে বলেছে ও তোমার সাথে অন্যায় করেছে। আমি আমার কোম্পানির অন্য টিম এর সাথে কথা বলে এখনই তোমাকে এর সমাধান দিতেছি। তো আমিও অপেক্ষা করলাম। তারপর ম্যানেজার আমাকে মেসেজ করলো, বললো এরকম এরকম পেমেন্ট দিবে আমাকে প্রতি মাসে। আমি বললাম আমি রাজি, আপনারা যা ভালো মনে করেন। যেহেতু জীবনের প্রথম জব, তাই আর কিছু না ভেবে রাজি হয়ে গেলাম।

সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি যে, তখন থেকে ম্যানেজার নিজেই আমাকে প্রতি মাসে পেমেন্ট দিতো এবং আমি আগের থেকে ৩ গুন্ বেশি পেমেন্ট পাওয়া শুরু করি। আমি অনেক অনেক খুশি হয়েছিলাম, এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম অনেক।

আমি আমার মতো মনোযোগ দিয়ে সততার সাথে কাজ করে যাই। এবং একটা সময় আমি কমিউনিটি সাপোর্টার থেকে ম্যানেজার হয়, তারপর কোম্পানির পার্টনার হয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ

পরে কয়েকদিন পর জানতে পারি, যেই ভাই আমাকে জব এ ঢুকালো তার জব নাই। কারণ, সেই বেক্তি আমার সাথে বাটপারি করার কারণে কোম্পানি তাকে জব থেকে বহিস্কার করেছে। সত্যি বলতে আমি অনেক কষ্ট পাই, কিন্তু আমার এখানে কিছু করার ছিল না।

এবং এখন পর্যন্ত আমি ওই কোম্পানিতে আছি। একজন বাংলাদেশী হিসেবে কোম্পানির সকল টিম মেম্বার আমাকে খুব ভালোবাসে। এবং সত্যি বলতে নিজের প্রশংসা না, আমি মনে করি, এই সততার কারণে আমার বাংলাদেশের নাম আরো উজ্জ্বল হয়েছে ওদের কাছে । কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু লোকের জন্য আজ দেশের বদনাম বিদেশী মানুষের কাছে।

আমার এত কথা বলার একটাই কারণ, আমি সকল মুসলিম বা অমুসলিম ভাইকে অনুরোধ করবো। সৎ ভাবে কাজ করুন, কঠোর পরিশ্রম করুন, অনেক পড়াশুনা করুন, শিখুন যা আপনি ভালোবাসেন।  আমি বিশ্বাস করি এই নিয়ম গুলো মেনে চললে সাফল্য আপনার পায়ের কাছে আসে পড়বে। এবং ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই ফোরাম এর বোরো ভাইদের, যারা প্রতিনিয়ত নতুনদের সাহায্য করছেন। দোআ করি আল্লাহ আপনাদের আরো ওপরে যাওয়ার তৌফিক দিক।  আমিন