Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
BitCoinDream
on 10/11/2020, 17:32:57 UTC
প্রথমে তারা ৭ দিন এর পরে ১৫ দিন তারপরে ৩০ দিন এভাবে ব্যান করে। এই দিন গুলোতে আপনে কোন কমেন্ট করতে পারবেন না। এগুলো আপনার জন্য ওয়ার্নিং এর মতো। এর পরেও যদি ভুল করতে থাকেন তাহলে একবারে ব্যান করে দিবে।
Bitcointalk ফোরামে ৩ ধাপে Red Trust এর ওয়ারনিং দিতে পারে আপনি বলতেছেন, কিন্তু আমার প্রশ্ন আমি সেটা বুজব কি করে,যে কেউ আমাকে Red Trust এর ওয়ারনিং দিতেছে?
Trust এর সাথে forum ban এর কোনো সম্পর্ক নেই। Negative Trust বা Red Trust দেওয়া হয় scam করলে। আর forum moderator ban করে spam করলে। laredo7mm আপনাকে temporary ban এর মাধ্যমে warning এর কথা বলেছেন।

আপনাকে কেউ positive বা negative trust দিলে, আপনি সেটা এখানে দেখতে পাবেন - https://bitcointalk.org/index.php?action=trust;u=2862921

Trust সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে এই লেখাটি পড়তে পারেন - https://bitcointalk.org/index.php?topic=631891.msg53828556#msg53828556