Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
riyadmozu19
on 23/11/2020, 09:19:39 UTC
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।

ভাই এটা কিন্তু মনের কথা বলছেন। আমাদের বাহির থেকে মেরিট আসে না বললেই চলে।হয়তো দু একজন পায় কিনা জানি না।একটা সময় ছিলো আমাদের পোস্ট গুলার তেমন কোয়ালিটি ছিলো না।কিন্তু এখন আমরা যে কোয়ালিটির পোস্ট করছি তাতে আমাদের মেরিট আসার কথা।  কিন্তু আমরা তেমন কিছুই পাই না।তাই আমিও বলবো আমাদের ফোরাম এর যারা মেরিট দিতে আগ্রহী তাদের প্রতি আমার অনুরোধ তারা আমাদের ফোরাম এর সদস্যদের দিয়েন।
ধন্যবাদ