Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 23/11/2020, 09:30:00 UTC
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  
আমাদের লোকাল বোর্ডের জন্য BitcoinDream মেরিট সোর্সের জন্য এপ্লাই করেছেন কিন্তু আমি এখনো এডমিন থেকে কোন রেস্পন্স দেখিনি। এর কারন সম্ভবত এডমিন এই মুহুর্তে তেমন কোন মেরিট সোর্স এড করছেন না। পরবর্তীতে যখন এড করবেন তখন হয়ত তাকেও এড করা হবে।

Quote
আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।
আমাদের লোকাল থ্রেডে অন্য দেশের মানুষ মেরিট দেবে এইটা ভাবা ভুল কারন তারা আমাদের পোস্ট পড়তে পারেন না যার কারনে তারা কোয়ালিটি বুঝতেও পারছেন না।
অন্যদিকে, আপনি যে অন্য বোর্ডে মেরিট দিতে নিষেধ করছেন সেটাও ভুল। আপনি যখন ভালো পোস্ট দেখবেন তখন আপনার মেরিট থাকলে তা দেয়া উচিত। সেটা আমাদের লোকাল হোক কিংবা অন্য বোর্ডই হোক।