আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।
যেহেতু এটা আমাদের লোকাল বোর্ড, এখানে বাংলায় আলোচনা হয় এবং বাংলাদেশ থেকে কোন মেরিট সোর্স নেই তাই অন্য কোন মেরিট সোর্স এসে আমাদের পোস্টের কোয়ালিটি বুঝবে কিভাবে? আপনি বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড ছাড়া অন্য বোর্ডে মেরিট দিতে নিষেধ করছেন। আমি যখন Full Member হই তখন আমার ১০০ মেরিটের মধ্যে মাত্র ৭-৮ টি মেরিট লোকাল বোর্ড থেকে পাওয়া ছিল বাকিগুলো ইন্টারন্যাশনাল বোর্ড থেকে পাওয়া ছিল। তাহলে আমি কেন ইন্টারন্যাশনাল বোর্ডে মেরিট দেব না? কোয়ালিটি পোস্টে আমাদের অবশ্যই মেরিট শেয়ার করা উচিত সেটা যে বোর্ডেই হোক।
আমাদের লোকাল বোর্ডের যেসকল মেম্বাররা মেরিট অর্জন করতে চান তাদের উচিত শুধু লোকাল বোর্ডেই নয় ইন্টারন্যাশনাল বোর্ডেও contribute করা। তাহলে খুব দ্রুত আপনারা মেরিট অর্জন করবেন এবং আপনাদের প্রফাইলের Rank up হবে। আমাদের বোর্ডে যেসকল হাই Rank মেম্বার আছে তাদের দিকে একটু খেয়াল করুন, দেখবেন তারা লোকাল বোর্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল বোর্ডেও সমান ভাবে contribute করছে।