Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 11/12/2020, 03:39:49 UTC

 খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
ভুল বলছেন। বর্তমানে আমাদের এই পোস্টের এক্টিভিটি অনেক বেশি। যদিও মোস্ট রিসেন্ট নভেম্বর মাসের ডেটা নেই আমার কাছে, অক্টোবর ২০২০ এর পরিসংখ্যান অনুযায়ী সব লোকাল বোর্ড কিংবা লোকাল থ্রেড মিলিয়ে আমাদের এই থ্রেডের অবস্থান ১১তম। নিঃসন্দেহে আমাদের এই অবস্থান অনেকগুলো লোকাল বোর্ড থেকে যথেষ্ট ভালো।