Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 11/12/2020, 04:50:03 UTC
⭐ Merited by Cadaver20 (1) ,pankowri (1)
নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।
আপনি ঠিকই বলেছেন। নভেম্বার মাসের এক্টিভিটিতেও বাংলাদেশ ১১তম অবস্থানের রয়েছে। অক্টোবর এ মোট পোস্ট সংখ্যা ছিল ৩০৬ টি যা নভেম্বরে এসে ৩১১ টি হয়েছে- https://bitcointalk.org/index.php?topic=5231446.msg55779585#msg55779585
অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।