Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 11/12/2020, 03:50:35 UTC
⭐ Merited by Cadaver20 (1)

 খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
ভুল বলছেন। বর্তমানে আমাদের এই পোস্টের এক্টিভিটি অনেক বেশি। যদিও মোস্ট রিসেন্ট নভেম্বর মাসের ডেটা নেই আমার কাছে, অক্টোবর ২০২০ এর পরিসংখ্যান অনুযায়ী সব লোকাল বোর্ড কিংবা লোকাল থ্রেড মিলিয়ে আমাদের এই থ্রেডের অবস্থান ১১তম। নিঃসন্দেহে আমাদের এই অবস্থান অনেকগুলো লোকাল বোর্ড থেকে যথেষ্ট ভালো।
হ্যা ঠিক বলছেন, তথ্য টি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মোস্ট রিসেন্টলি এমন ভাবেই যাচ্ছে। একটু কমবেশি হবে আর কি। প্রতিদিন গড়ে প্রায় এক পেজ করে বাড়ছে। কিন্তু গত মাসে একটিভিটি আরো বেশি ছিল। ইদানিং একটু কম। কিন্তু সর্বোপরি চিন্তা করলে আমরা আগাচ্ছি আর দিন দিন সংখ্যাটি বাড়ছে।

নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।

আমি বিটকয়েন ফ্রমে নতুন তাই আমার এখানে করণীয় কি কি কাজ তাই সিনিয়রা আমাকে সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ।
আগে ফোরাম সম্পর্কে জানুন, জানার চেষ্টা করুন কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়। একটু লোকাল বোর্ড স্ক্রল করুন, আপনার অনেক কনফিশন কেটে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্টলি, ফোরাম এর নিয়ম কানুন একটু ভালোভাবে জানার চেষ্টা করুন। সর্বোপরি আপনার এই যাত্রা শুভ হোক, আর লোকাল বোর্ডে এক্টিভিটি আশা করি।