Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cornia
on 13/12/2020, 03:30:57 UTC
যদিও অতীতে এই থ্রেডের অবস্থাও ভালো ছিল না যা বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে।
আমাদের লোকাল বোর্ডের প্রথম দিকের পোস্ট খেয়াল করলে দেখা যায় হাই, হ্যালো টাইপের পোস্টের সংখ্যাই বেশি। কিন্তু এখন অনেক গঠনমূলক পোস্ট হচ্ছে। এধরনের পোস্টের মাধ্যমে আমাদের জ্ঞানও অনেক বৃদ্ধি পাচ্ছে।

আমরা অতীতেও চেষ্টা করেছি এখনো করছি একটি পূর্নাঙ্গ লোকাল বোর্ড পাওয়ার জন্য। এভাবে চেষ্টা করলে একদিন অবশ্যই পেয়ে যাব।

তবে দুঃখের বিষয় এই যে আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বার কম তার উপর আবার কিছু মেম্বার নিজেদের মধ্যে ছোট-খাট ভুল বোঝাবুঝির জন্য এখানে এক্টিভ হচ্ছেন না। আমি আশা করবো উনারা বৃহত্তর স্বার্থে নিজেদের ছোট-খাট রাগ দুঃখ ভুলে যাবেন। আমি জানি উনারা আমাদের লোকাল বোর্ডের পোস্টগুলো প্রতিদিন পড়েন কারন উনারা এই বোর্ডকে অন্তর থেকে ভালবাসেন।