Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Istiaque
on 14/12/2020, 15:54:03 UTC
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

Math ওয়ালেট আমি কখনো ব্যবহার করিনি এটার ফি ক্যামন বলতে পারেন? ট্রাস্ট ওয়ালেট অনেকেই এখন ব্যাবহার করছে কয়েনবেজ ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকেই কয়েনবেজ অনেকের ডলার নাকি আটকে দিচ্ছে বিভিন্ন্য কারন দেখিয়ে, এই ধরনের সমস্যা গুলা আমাদের জন্যে অনেক খারাপ একদিকে বাংলাদেশে বিটক্যেন অবৈধ অন্যদিকে এক্সচেঞ্জ গুলা সমস্যা করলে অনেক মানুষ বিপদে পরে যাবে প্রতিবারে অনেক ফি দিতে হবে ।