Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abdullah500
on 26/12/2020, 11:50:24 UTC
কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।

আপনার এইরকম ভালো একটি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আপনি যেন এই কাজটি খুব ভালোভাবে সমাপ্তি করতে পারেন।