Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
risatrakib
on 27/12/2020, 20:36:37 UTC
শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।
 আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।


আপনি যদি এই ফোরাম টাকে ভালভাবে ঘাটাঘাটি করেন তবে আমি আশা করি বিটকয়েন সম্পর্কে খুব বেশি জ্ঞান অর্জন করতে পারবেন , কারন এই ফোরাম এ বিটকয়েন সম্পর্কে সবকিছুই ভালভাবে বুঝানো আছে আপনাকে শুধু খুজে বের করতে হবে ।
আর আপনি যদি ভালভাবে বিটকয়েন সম্পর্কে ধারণা নিতে পারেন ফোরাম থেকে তাইলে আশা করি ভাল পোস্ট এর মাধ্যমে এ্যকটিবিটি বারাতে পারবেন আর আপনাকে মেরিট খুজতে হবেনা মেরিট ই আপনাকে খুজে নিবে ।