বিটকয়েন মিক্সার বেশিরভাগই স্ক্যাম করে। আর বড় এমাউন্ট সেন্ড করলে ঝুঁকি থেকে যায়।
বেশিরভাগ মিক্সার স্ক্যাম এইটা ভুল। তবে সবগুলো মিক্সিং সাইটের ক্লোন বা ফিশিং সাইট রয়েছে। যদিও আমি mycryptomixer প্রমোট করতেছি, ChipMixer কেই আমি বেস্ট বলবো। এখন পর্যন্ত ওদের বিপক্ষে কেউ কিছু বলে নাই কিংবা কোন স্ক্যাম রিপোর্ট করে নাই। চিপমিক্সার এর মিক্সিং প্রসেসও অনেকটা সিকিউর।