Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 02/01/2021, 16:57:04 UTC
ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।
যদিও কয়েনজয়েন ডিসেন্ট্রালাইজড মিক্সিং মেথড, এইটা সম্পুর্ন নিরাপদ নয়। কারন, এইটাও একটা নির্দিষ্ট মেথড বা নির্দিষ্ট মেকানিজম ফলো করে যা ট্রাকিং করা সম্ভবও হতে পারে। পক্ষান্তরে সেন্ট্রালাইজড মিক্সিং মেথডে যদি মিক্সিং সাইট কোন লগ স্টোর না করে তাহলে খুব বেশি রিস্ক থাকেনা। যাই হোক, থিমসের একটি পোস্ট দেখছিলাম যেটা আমি এখন খুজে পাচ্ছি না। থিমস বলেছিল,  বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।