বিটকয়েন মিক্সার বেশিরভাগই স্ক্যাম করে। আর বড় এমাউন্ট সেন্ড করলে ঝুঁকি থেকে যায়।
তবে সবগুলো মিক্সিং সাইটের ক্লোন বা ফিশিং সাইট রয়েছে।
ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।