থিমস বলেছিল, বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।
[/quote]
এই মেকানিজম Incognito Wallet Follow করে। ওদের ওয়ালেটে আপনি বিটকয়েন রিসিভ করে মনেরোতে সোয়াপ করতে পারবেন। আবার ওদের স্মার্ট কন্ট্রাক্ট ট্রাক করার উপায়ও আছে। কয়েনজয়েন সম্পর্কে বহুদিন আগে পড়েছিলাম। তখন মেকানিজম টা খুব কঠিন লেগেছিল। বুঝতে পারিনি। সময় পেলে আবার পড়ে এখানে পোস্ট করব।
আর আপনার জানানোর জন্য বলছি। কিছুদিন পূরবে
IRS বাউন্টি ঘোষণা করেছিল মনেরো ট্র্যাক করার উপায় খুঁজে বের করতে। অলরেডি ২ সিকিউরিটি ফার্ম তাদের ফর্মুলার প্যাটেন্টের আবেদন করেছে। এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।