এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।
এইসব কয়েন সবই হচ্ছে প্রোগ্রামিং। ট্রাক করা যেতেই পারে। তবে এইটাও সত্য যে মনেরোর চাইতে ভালো প্রাইভেসি কয়েন সম্ভবত নেই। অনেকে যদিও বলে zcash এর কথা, আমার কাছে মনেরোই বেটার। আবার, নতুন একটি রয়েছে ডিপওনিয়ন, এইটা দাবি করে তারা অনেক ভালো প্রাইভেসি কয়েন। যদিও আমি কখনো ব্যবহার করিনি।
তবে প্রাইভেসি কয়েন হয়ত একেভারে ভেনিশ হয়ে যাবে অথবা বিটিসির চাইতে ভালো পারফর্ম করবে। যে হারে রেগুলেশন আসছে, আমার মনে হয় অবস্থা খুব খারাপ হবে। আবার এইটাও সত্য যে, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুকে বেশি।
এইটা এইজন্য শেয়ার করলাম যে, কেউ যদি প্রাইভেসি কয়েনে ইনভেস্ট করতে চান তাহলে ভেবেচিন্তে করবেন। গতকাল, bittrex প্রাইভেসি কয়েন ডিলিস্টের ঘোষনা দেয়ার সাথে সাথেই অনেকটা দাম কমেছে। এখন অনেক রেগুলেশন আসবে এবনভ এইরকম পতন হতেই পারে।