Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 15/01/2021, 15:38:13 UTC
ভাই আমার একাউন্ট শুধু এইটা কিন্তু আমি যাকে একটা টকেন দিয়েছিলাম তার একাউন্ট ব্যান হয়েছিল এর আগে হয়ত। যে এড্রেস এ আমি টকেন দিয়েছি সেও একই এড্রেস এ টকেন দিয়েছে। আর এইটাই কারণ হিসেবে ধরেছে।
আপনার একাউন্ট বেশ কয়েকটি একাউন্টের সাথে লিংকড হয়ে গিয়েছে। হতে পারে আপনি যা বলছেন তাই সত্য। আপনি যে আপনাকে ফিডব্যাক দিয়েছে তার সাথে যোগাযোগ করুন এবং পর্যাপ্ত প্রমান দিন যে আপনি কাউকে টোকেন পাঠিয়েছেন। যদি তারা বিশ্বাস করে তাহলে আপনার ট্যাগ রিমুভ করবে।