মন্দ কন নাই ভাই। পশ্চিমি দুনিয়ায় এইটা কিন্তু বেশ কিছু দেশে হইসে।
এইটা করা যায় কিন্তু আসলে অনেক রিস্কি যেহেতু সরকারী লোকগুলো আসল মানি লন্ডারিং যারা করে তাদের কিছুই করতে পারছে না, আমাদেরকে বলির পাঠা বানাবে। কিছু না করেও উলটো ফাসতে হবে আর কি।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। আমি আপনার কথার সাথে একমত পোষণ করছি। যারা আসলে মানিলন্ডারিং করে সরকার তাদের ধারেকাছেও যেতে পারে না। আর বলির পাঠা বানায় ভালো মানুষদের।