Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 15/02/2021, 08:17:42 UTC
লোকাল বোর্ড হবার জন্য যে পরিমাণ এক্টিভিটি প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণ এক্টিভিটি নেই। কিছুদিন পূর্বে অনেক ভালো পোস্ট করা হতো, অনেক মেম্বার একটিভ ছিলো, কিন্তু এই সংখ্যাটি পোস্ট এবং মেম্বার দুই সেক্টরেই কমে গেছে। সবাই একটিভ হয়ে ভালো পোস্ট করতে থাকলে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে।

সহমত এই বিষয়টি নিয়ে, অন্যদের কথা বলবো না। কারণ আমি নিজেই বিভিন্ন পোষ্ট দেয়ার কথা বলেছিলাম। কিন্তু সেই পোষ্টগুলো এখনো সম্পন্ন করতে পারি নাই এবং সকল এক্টিভ মেম্বাররা এখন শুধুমাত্র বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু অল্টকয়েনগুলো পাম্প করা শুরু হয়েছে। আর সকলেই এই সময়টিকে সুযোগে লাগাইতেছে যেন ভালো লাভ অর্জন করতে পারে। চাইলে আমরা বিভিন্ন কয়েন নিয়ে এখানে আলোচনা করতে পারি, কিন্তু অনেকে সেইসব আলোচনায়ও মন খারাপ করে যদি কেউ তাদের মতামতের বিপরীত মতামত প্রকাশ করে। সকলেই যদি বিপরীত মতামতকে মেনে নিতে পারি, তাহলে সকলেই আমরা বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করতে পারি। অন্যান্যদের মতামত আশা করতেছি।