Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 15/02/2021, 13:26:22 UTC
⭐ Merited by Little Mouse (1)
পোষ্টগুলো এখনো সম্পন্ন করতে পারি নাই এবং সকল এক্টিভ মেম্বাররা এখন শুধুমাত্র বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু অল্টকয়েনগুলো পাম্প করা শুরু হয়েছে। আর সকলেই এই সময়টিকে সুযোগে লাগাইতেছে যেন ভালো লাভ অর্জন করতে পারে। চাইলে আমরা বিভিন্ন কয়েন নিয়ে এখানে আলোচনা করতে পারি, কিন্তু অনেকে সেইসব আলোচনায়ও মন খারাপ করে যদি কেউ তাদের মতামতের বিপরীত মতামত প্রকাশ করে। সকলেই যদি বিপরীত মতামতকে মেনে নিতে পারি, তাহলে সকলেই আমরা বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করতে পারি। অন্যান্যদের মতামত আশা করতেছি।
আমরা এখানে একটা ওপেন প্লাটফর্ম এ আছি এবং যে কেউ তার মতামত প্রকাশ করার ক্ষমতা রাখি। আপনাকে/আপনার পোস্ট আমার ভালো না লাগতেই পারে তার মানে এই নয় আমি আপনার পিছনে লেগে থাকবো অথবা আপনার খারাপ হয় এমন কাজ করবো। এটা নিশ্চিত, যারা এই কাজ গুলো করে তারা অবশ্যই তার হীনমন্যতার পরিচয় দিচ্ছে।

আমার মতামত ভালো না লাগলে ইগনোর করুন, আর পাল্টা জবাব/ভালো কিছু থাকলে সেটি আপনার ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেন। তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে।

হ্যা, আমরা এখানেই বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারি। তাহলে প্লাটফর্মটিও জমজমাট হবে আর এখানে অনেকেই পোস্ট করতে আগ্রহী হবে, যার ফলে আমাদের বহুল আকাঙ্ক্ষিত বাংলা বোর্ড পাওয়ার সম্ভাবনা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে।