সম্প্রতি সময় টিভির একটা নিউজ অনুযায়ী দেখলাম, কতৃপক্ষ বিটকয়েন ব্যবহারকারীদের ধরার চেষ্টা করছে। এইটা করে আমার মনে হয় না তারা বিটকয়েন ব্যবহারকারী কমাতে পারবে। আমি বুঝি না তারা কেন এইটা ব্যবহারের সু্যোগ দিচ্ছে না।
মানি লন্ডারিং কি কখনো কোন সরকার বন্ধ করতে পারবে? বিটকয়েন তো আরো ট্রান্সপারেন্ট সিস্টেম। এইখানে চুরি করে বাচা অনেক টাফ বটে।
আমরা সবাই জানি,বিটকয়েন এবং বাংলাদেশ এদের মাঝখানে দূরত্ব অনেক।
পেপাল সহ আরো কিছু payment system বাংলাদেশ এ যে অনুমোদন পাবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই। কিন্তু ভারত সরকার এটা অনুমোদন দেবার পর বাংলাদেশ সরকারের আমলে এটা আসার পর কিন্তু এসব মাধ্যম অনুমোদন পাইছে বাংলাদেশে তাই আমাদের দেশেও বিটকয়েন অনুমতি পাওয়ার আর বেশি সময় লাগবে না হয়তো। ভারতে বিটকয়েন ব্যাংক স্থাপিত হয়ে গেছে তাই এটা একটা গুরুত্বপূর্ণ issue আমাদের জন্য। কারন আমরা এখন অনেকটা ভারত ক্রেদ্নিক হয়ে গেছি।
মানি লন্ডারিংয়ের আরো অনেক কিছু process আছে যেটা বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই। তাই এটা কিভাবে বন্ধ করবে এটা বলা অনেকটাই কঠিন।
যেহতু বিটকয়েন লেনদেনের কোনো specific documents থাকে না তাই এটা নিয়ে সরকার হয়তো দিধাতে আছে আমার যেটা মনে হয়।
ধন্যবাদ।