Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
pankowri
on 25/02/2021, 16:46:19 UTC
পেপাল সহ আরো কিছু payment system বাংলাদেশ এ যে অনুমোদন পাবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই।
এটি আপনার কল্পনাতেই থাক। আর ভুল তথ্য ছড়াবেন না। যদি না জানেন তাহলে বলার দরকার নাই। যে জানে সে বলবে। শুধু শুধু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

বাংলাদেশে পেপাল বৈধ নয়। বিটকয়েন চাইলেই আপনি ট্রানজেকশান করতে পারছেন, কিন্তু পেপাল চাইলেই ব্যবহার করা যায় না। পেপাল আসলে আমাদের দেশে মার্কেটপ্লেস এ কাজ করা ফ্রিলান্সারের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।