কারো পোস্ট কপি করে পেস্ট করা।
অযথাই কমেন্টস করা যেটা স্পাম।
এই দুইটার কোনটাই নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য কারন হতে পারে না। কপি পেস্ট করলে ফোরাম মডারেটরের নিকট রিপোর্ট করতে হয় আর স্পাম পোস্ট করলেও একই। রিপোর্ট করা লাগে। এইগুলোর জন্য কেউ নেগেটিভ ফিডব্যাক দিলে তাদের বিরুদ্ধে রেপুটেশনে টপিক শুরু করতে পারেন তবে কপি পেস্টের জন্য হলে করেও লাভ নেই কারন কপি পেস্ট করলে আপনি এমনিতেও ব্যান হয়ে যাবেন।
যারা এখনও ফিডব্যাক সিস্টেম ঠিকমত বুঝেন না তারা আমার এই পোস্টটি পড়তে পারেন। অনেক বড়, তবে ধৈর্য্য নিয়ে পড়লে উপকৃত হবেন।
ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার