উনি ফেইক বাম্প মানে পেইড বাম্প করেছেন যেটা অবশ্যই খুবই খারাপ কাজ। আমি টপিকটা পুরোপুরি পড়ি নি তবে যদি উনি জড়িত থাকে তাহলে ঠিক আছে। আর যদি জড়িত না থাকে তাহলে উনাকে notblox1 এর সাথে যোগাযোগ করতে বুঝাতে হবে যে উনি জড়িত নয়। তাহলেই এই ট্যাগ রিমুভ দেয়া সম্ভব।
ঠিক আছে ভাই। আমি তাকে notblox1 এর সাথে যোগাযোগ করতে বলি। অনেক ধন্যবাদ ভাই সময় দিয়ে সাহায্য করার জন্য।