Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DTalk
on 14/03/2021, 14:56:47 UTC
⭐ Merited by Little Mouse (2) ,Review Master (1)
আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ড যখন অর্ডার করে তখন সেটা কাস্টমস আটকে দেয় এবং তাকে যেতে বলে। বন্ধু ভয়ে আর যায়নি।
বাংলাদেশ ডিরেক্ট নিয়ে আসা রিস্কি যেহেতু আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির অনুমোদন নেই। তার উপর এখন আবার মোটামুটি নজরদারীর মধ্যে রয়েছে এইগুলো। তাই সরাসরি বাংলাদেশে না আনাই ভালো হবে। আবার কাস্টমস ফি তুলনামুলক বাংলাদেশে অনেক বেশি। সম্ভবত, এইসব প্রোডাক্টের জন্য এক্সট্রা ৪০%+ কাস্টম ডিউটি দেয়া লাগে।
পক্ষান্তরে, আপনি চাইলে সেটা বাইরের দেশে শীপমেন্ট করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাইরের কোন দেশে পরিচিত কারোর সাহায্য নিতে পারেন। আরব আমিরাতে কাস্টম ফি শুধু ৫% যেটা আমাদের দেশের তুলনায় অনেক সাশ্রয়ী। আপনি সেখানে (কিংবা অন্য দেশে) শীপমেন্ট করিয়ে আপনার পরিচিত উনাকে কালেক্ট করতে বলুন। তারপর উনি কারো সাথে পাঠিয়ে দিতে পারবে কিংবা উনি যখন আসলো তখন নিয়ে আসলো। কোনরকম ঝামেলা ছাড়াই।
রিস্কও থাকবে না আবার টাকাও কম খরচ হবে। আমি এইভাবে আগে একবার নিয়ে আসছি, এখন আবার আমার কাজিনের জন্য অর্ডার করছি। আমার মনে হয় এইটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা।
যদি কেউ ৫% এর চেয়ে কম কাস্টম ফি এর কোন দেশ সম্পর্কে জেনে থাকেন তাহলে শেয়ার করতে পারেন।