বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
গত কিছুদিন ধরে বাংলাদেশের প্রশাসন বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনছে,প্রিন্ট-মিডিয়াতেও দেখাচ্ছে বিটকয়েন একটি অবৈধ, অন্যদিকে সরকার প্রিল্যান্সারদের পরিচয় দিবে বলে প্রচার ও করেছে।আজ পর্যন্ত বিটকয়েন বাংলাদেশে অবৈধ, হয়তো-বা ভবিষ্যতে প্রিল্যান্সার হিসেবে বৈধতা দিতেও পারে।বাংলাদেশী হিসেবে বিটকয়েন ক্রয়-বিক্রয়ে সতর্ক হওয়া উচিত।
সরকার ফ্রিল্যান্সারদের অনেকভাবেই সুযোগ-সুবিধা দিতেছে, সেটি কম বা বেশি হোক। বাংলাদেশ ফ্রিল্যান্সারের দিক থেকে অনেক এগিয়ে বিশ্ব রেংকিং এ। কিন্তু আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তাদের একটা রিস্ক থেকে যায়, যেহেতু এটি আমাদের দেশে অবৈধ। হোক আপনি সেটা যেভাবেই বিচার করেন না কেন। এটি অবৈধ অবশ্যই আপনাকে এটির লুকিয়ে করতে হবে। নিজের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা থাকাটাই হচ্ছে সাবধানতার প্রথম ধাপ।
সরকার যেহেতু এটি অবৈধ ঘোষণা করেছিল আর এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এটি আপনিও জানেন আমিও জানি। এত বিটকয়েন এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে উন্নত দেশগুলো এটিকে বৈধ ঘোষণা করেছে এবং এর অবাধ বিচরণ রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশের ও সময় এসেছে এটি নিয়ে কাজ করার। সমস্যা যেখানে আছে সমস্যা থেকে উত্তরণের সুযোগ আছে ।
ব্লকচেইন টেকনোলজি এর ব্যবহার ব্যাপক। প্রাথমিকভাবে আমাদের দেশেও এর টুকটাক গবেষণা চলছে। বৃহৎ পরিসরে এটি দেশের উপকারী হবে বলে আমি মনে করি। সরকার অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে এবং এর সময় এসেছে। কিন্তু সেটা ঠিক কবে এটা আসলে বলা যাচ্ছে না ঠিক ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে।