আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।
ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।
যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে।
যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।