Post
Topic
Board Other languages/locations
Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক !
by
Review Master
on 03/08/2021, 16:47:24 UTC
--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy