আমার কিছু ফ্রেন্ড লোভে পড়ে তাদের এক্সচেঞ্জে গিয়েছিলো সোয়াপ করতে এখন তাদের ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে, ভালো ভালো সব টোকেন হ্যাকার নিয়ে গিয়েছে এক রাতের ভেতরেই।
ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে প্রাইভেট কী অথবা পাসফ্রেজ দেয়া লাগতে পারে। নিশ্চয় আপনার ফ্রেন্ড সেখানে ওইরকম সেনসিটিভ তথ্য দিয়েছে যার কারনে ওরা আপনার ফ্রেন্ডের ওয়ালেট এর এক্সেস পেয়েছে। যারা ক্রিপ্টোতে আছে তাদের উচিত ব্যাসিক ব্যাপারগুলো সম্পর্কে স্টাডি করা। অন্যথায়, সবসময় এইরকম স্ক্যাম এর শিকার হওয়া লাগবে। ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য।