Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
trendmark3482
on 06/08/2021, 11:00:38 UTC
হ্যালো ভাই,

আমি বিটকয়েনটক আসছি বেশি দিন হয়নি।
আমি একটা কাজে খুব চিন্তিত  আমি এখনো নিউবাই।
আমি কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি সে নিয়ে যদি আমাকে কিছু ধারণা দিতেন তাহলে এই গ্রুপে অনেকে আছে জারা এই রকম প্রশ্নের উত্তর খুচ্ছে কিন্তু পাচ্ছে না তাই ছিনিয়র ভাইদের কাছে আমার জানার ইচ্ছা কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি।


প্লিজ সবাই একটু আমার এই ছোট লেখাটা পরেবেন আশা করি।
এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ম এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয .
স্বাগতম আপনাকে বিটকয়েন ফরমে। আপনি যেহেতু নতুন তাই আপনি আগেই মেরিট এর চিন্তা ভাবনা না করে সিনিয়র ভাইদের ফলো করুন। তাদের অনেক অনেক পোষ্ট আছে এই ফরমে আপনি তাদের দিক নির্দেশনা মেনে চলুন।আর মেরিট সম্পর্কে আগে ধারনা নিন মেরিট তাদের কেই দেওয়া হয় যাদের মেধা এবং ক্রিপকারেন্সি সম্পর্কে ধারনা আছে।
আর মেরিট আপনি এমনিতেই পাবেন যদি আপনার পোষ্ট এ কারো উপকারে আসে এবং সে যদি খুশি হয় সে আপনাকে এমনিতেই মেরিট দিবে।
আর এখানে লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ।

ধন্যবাদ।