মেরিট চেয়ে পোষ্ট কেন করবে? মেরিট অবশ্যই দরকার এবং সেটা নাহলে একাউন্টের তেমন মূল্য থাকেনা যদি তিনি বাউন্টি এবং সিগনেচার ওয়ার্ক করতে চান তবে সচেয়ে সমস্যা হচ্ছে ভাল পোষ্ট করেও অনেকেই হতাশাগ্রস্ত হন কারন কেউ মেরিট দেয়না তাই আসলে যিনি পোষ্ট দ্বারা উপকার পাবেন তিনি অবশ্যই অন্তত একটা মেরিট দিলে ভাল হয় তাই এইব্যাপারে আমাদের সবারি আগ্রহ থাক উচিৎ।
আমাদের বাংলা সেকশনে দেখেন যারাই একটু ভালো পোস্ট করে তাদের কিন্তু মেরিট দেওয়া হয়। বিশেষ করে কয়েকজন সিনিয়র ভাই আছেন তারা ভালো পোস্ট পেলেই মেরিট দেন। এটা খুবই ভালো দিক। ভালো পোস্ট করলে অবশ্যই পজিটিভ কারমা পাওয়া যায়। আর ভালো পোস্ট হতে হলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতে হবে যা অন্যদের উপকারে আসে। আর মেরিট চাওয়া ফোরামের রুলস বিরোধি। আমাদের অনেক ভাই ভালো পোস্ট করে কিন্তু মাত্র অল্প দিনের মধ্যে বড় র্যাংক অর্জন করেছেন। কারণ তাদের পোস্ট কোয়ালিটি ছিলো অনেক ভালো যার কারণে তারা সবত্র মেরিট পেয়েছেন। ভালোর কদর সব খানেই আছে।