Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 10/08/2021, 17:29:06 UTC
মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

আমি ভুল করে, প্রথম তিনজন লেখেছিলাম। কিন্তু ওটা হবে, সেরা তিনজনকে ক্রিপ্টো দিয়ে পুরস্কৃত করা হবে। যদি অনেক ব্যবহারকারী এত অংশগ্রহণ করে, তাহলে হয়তো সেরা ৫জনকে পুরস্কৃত করবো, যদিও এটি এখনো নির্ধারণ করা হয়নি।

আর একটি বিষয় হলো, আপনি quote করতে পারেননি। তাই ভালোভাবে quote করার বিষয়টি জেনে নিন। আর পুরোপোষ্ট quote করলে খারাপ দেখা যায়।  Cheesy



আমার তৈরিকৃত মিম: ডাবল চেক ( মিমটির লিংক ) https://twitter.com/MoinulSaykot1/status/1424822686094528563?s=20
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়

আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই ( মিমটির লিংক ) https://twitter.com/MoinulSaykot1/status/1424822341117218834?s=20
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই , আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে

আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 ( মিমটির লিংক )https://www.reddit.com/r/Enayet_Chowdhury/comments/p192jf/%E0%A6%AD%E0%A6%87_%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0_%E0%A6%9B%E0%A6%87%E0%A7%9C_%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%86%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC_%E0%A6%A8/
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন । অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)

আমার তৈরিকৃত মিম: ups and downs ( মিমটির লিংক ) https://www.reddit.com/r/cryptomemes/comments/p19a17/ups_and_downs/
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট always invest in you own risk
আশা করি, সবগুলো আপনার নিজের তৈরি। প্রথম দুইটি মোটোমোটি সবারই বর্তমান অবস্থা বলা যায়। Grin Grin আর ৪র্থটি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আগে থেকেই আছে, তাই এটি প্রতিযোগিতায় গণ্য হবে নাহ। আর পরবর্তীতে যারা পোষ্ট করবেন,তারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আর নতুন কিছু তৈরি করেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কোনো মিমের বিষয় নিয়ে নিজের মতো করে পুনরায় তৈরি করবেন নাহ। এককথায় নতুন কিছু তৈরি করেন।



মাত্র ৩ জন? আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো না? মানে আমি অত্নত জিতার আশা করতে পারতাম আর কি  Grin

মেরিট চেয়ে পোষ্ট কেন করবে?

সম্ভবত আপনি ভুল ব্যবহারকারীকে রিপ্লাই দিয়েছেন। কারণ উনি পুরস্কৃত করার বিষয়টি বলেছেন, যেটি আমি সেরা তিনজনকে প্রতিযোগিতা শেষে দিবো। আপনি সম্ভবত @abdurrahman99 কে রিপ্লাই দিতে চেয়েছিলেন। আর একটু অনুরোধ রইলো, পুরো পোষ্টটি quote না করলে ভালো হয়।  Smiley