Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 13/09/2021, 05:35:35 UTC
আপনার ফ্রেন্ডকে কে থ্রেট দিচ্ছে? পুলিশ? আমার মনে হয় না পুলিশ। পুলিশ হলে গ্রেফতার করত। কিন্তু এইখানে আমার মনে হচ্ছে কেউ আপনার ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল।
হতে পারে, কিন্ত তার বিরুদ্ধে ভুল অভিযোগ দিয়েছিলো কেউ। অভিযোগটা এমন ছিলো যে, সে দেশের টাকা বাইরে পাচার করতেছে।
যেহেতু কারো এই ব্যাপারে তেমন কারো ধারনা নেই, তাই বাজেয়াপ্ত করা বিটিসি কিংবা ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে তেমন কেউ কথা বলে না।
সব কিছুই মনে হচ্ছে এখন ঘোলাসা। কিন্ত এটা ঠিক, আজ পযন্ত কোনো খরব পাইনি যেখানে বলা আছে, অভিযোগ বাদে কাঊ কে ধরা হয়েছে, ওইসব ব্যাপারে কিছু ডিটেলস পাওয়া যায়।