ভালো হত যদি আপনি আরো বেশি বিস্তারিত লিখতেন এই ব্যাপারে। যেমন, এই স্লিপেজ টলারেঞ্জ টা আসলে কি রেফার করছে, এইটা বাড়ানো কমানোর সাথে সোয়াপ হওয়া কিংবা না হওয়ার সাথে সম্পর্ক কি। এইসব বিস্তারিত লিখলে ভালো হইত। তাহলে আরো ভালো করে বুঝতে পারতাম। আমি খুব বেশি ডেক্স ব্যবহার করি নি। আর প্যানকেক সোয়াপতো কখনো ব্যবহারই করিনি।