Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Cornia
on 24/09/2021, 17:29:15 UTC
⭐ Merited by Little Mouse (1) ,Review Master (1)
বর্তমান অনেকে সিনিয়র হওয়া সত্বেও নিয়ম মানে না তাহলে কেমনে যারা নতুন তারা মানবে।
ফোরামের নিয়ম যে ভঙ্গ করবে সেই শাস্তি পাবে হোক না সে সিনিয়র বা জুনিয়র। আর সিনিয়র দুই ধরনের আছে। ফোরামে জয়েন হবার দিক থেকে এবং Rank এর দিক থেকে। অনেকে দ্রুত Rank বৃদ্ধি করে ফেলে কিন্তু ফোরামের নিয়মগুলো কখনো পড়েই দেখে না।


একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
পোস্ট লিংক https://bitcointalk.org/index.php?topic=5357357.msg57821942#msg57821942

এটার গুগল ট্রান্সলেশন নিম্নরুপ...