একজন মেম্বার কি দুইটা লোকাল বোর্ডে পোস্ট করতে পারবেন? এ বিষয়ে কেউ জানলে একটু শেয়ার করবেন। আমাদের একজন ভাই @tokyohd দুইটা লোকাল বোর্ডে পোস্ট করেছেন বাংলাদেশ এবং আরবি। এটা কি ঠিক হয়েছে?
ধন্যবাদ ভাই, ফোরামের রুলস সম্পর্কে সতর্ক করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিয়ে আপনি একটু বেশিই চিন্তিত। আরে ভাই সবাই সব বিষয়ে অভিজ্ঞ নয়। সিনিয়র দের যে ভুল হবে না এমন তো নয়। কারো ভুল হলে সেটা নিয়ে উপহাস না করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতেই ফোরামের পরিবেষ সুন্দর থাকবে। অভিজ্ঞ বলে নিজেকে অহংকারী করে তোলা উচিত নয়। আর আমি যতটা জেনেছি, আপনি ভাষা জানলে যে কোন লোকাল বোর্ডেই আলোচনা করতে পারেন। এটি সবার জন্য উন্মুক্ত।
ঠিক। ভাষা জানা থাকলে যে কেউ যে কোনো board এ post করতে পারেন। এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।