Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Murat
on 20/10/2021, 09:09:03 UTC
⭐ Merited by Little Mouse (1)
যদি সরকার দলীয় লোক করে থাকে সেটা কেন?

আগামীতে নির্বাচন। নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে হলর বহির্বিশ্বের সাপোর্ট লাগবে। যদি এমনটা দেখানো যায় যে এখানে উগ্রবাদের উত্থানের সমূহ সম্ভাবণা আছে, আমরা খুব কষ্টে এদের আটকে রেখেছি,। আমরা থাকতেই সংখ্যালঘুদের এই অবস্থা তাহলে না থাকলে বুঝেন কী অবস্থা হবে! উগ্রবাদের উত্থান হলে পাশ্ববর্তী দেশ সহ আন্তর্জাতিক বিপদের হুমকি থাকবে। আমরা যাহাই করিনা কেন আমাদের ভিতরের ব্যপার নিয়ে মাথা ঘামায়েন না।