তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।

যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।
PlanB টুইটারে যা বলেছিল, সেটি দেখার পর অনেকেই আবারও খুবই উৎসাহী হয়ে উঠেছে। আবার তার উপর ETF এর অনুমোদন হয়ে গেলো, সেটি সবাইকে আরো উৎসাহী করতেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ বর্তমানে যদিও ক্রিপ্টো মার্কেট একটু কারেকশনের মধ্যে রয়েছে। তাই এখন একটু উর্ধ্বগতি এবং একটু কারেকশন মার্কেটে চলবে।
