কয়েন মার্কেটক্যাপ হ্যাক!
ওই বিষয়টিকে সম্পূর্ণরূপে হ্যাক বলা যাবে নাহ, বরং তথ্য চুরি বলা যায়। আর সকল ব্যবহারকারীদের উচিত বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। কারণ অনেক সময় এইরকমের তথ্যচুরির সময় হ্যাকাররা পাসওয়ার্ডও পেয়ে যায়। তাই সকলের সতর্ক থাকা ভালো।
বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।
আপনাকে শুধু কম্পিউটার ব্রাউজারে ওয়ালেট ব্যবহারের মাধ্যমে সেটি ক্লেইম করতে হবে। আর শুধুমাত্র কয়েনমার্কেটক্যাপ নয়, কয়েনগিকোও এমন রিওয়ার্ডের ব্যবহার অনেক আগে থেকেই করে আসতেছে।
