যেগুলোর প্রথমে Avatar লেখা রয়েছে। সেগুলো আসলে আপনার কয়েনমার্কেটক্যাপ এর প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া ওখানে মাত্র ২ টি এনএফটি রয়েছে যার মধ্যে একটি স্পেশাল এনএফটি ২১০০০ ডায়মন্ড দিয়ে রিডিম করতে হবে। এবং এটার সাপ্লাই মাত্র ১ টি। আরেকটি এনএফটির সাপ্লাই ২৫০ টি এবং এটা রিডিম করতে ১২০০০ ডায়মন্ড লাগবে। এগুলো আপনি রিডিম করার পর এর মালিকানা আপনার কাছে হস্তান্তর করে দিবে। পরবর্তীতে আপনি চাইলে তা
https://opensea.io/ এর মতো মার্কেট এ সেল করে রিয়েল মানিতে কনভার্ট করতে পারবেন।
ধন্যবাদ।
আনি তো ওইভাবে দেখিনি। একটু রিসার্চ করলেই পেয়ে যেতাম। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতেছি না তাহলে মানুষ কেন ওইখানে ডায়মন্ড সংগ্রহ করার পেছনে আছে লল। আমি তো ভেবেছিলাম ডায়মন্ডগুলোর ভ্যালু আছে ভালোই :ড
নাইম ভাই, আপনি একসাথে দুইটা পোস্ট করেছেন যা সাধারণত ফোরামের নিয়ম বিরোধী। আপনি আগের পোস্ট ইডিট করেও রেস্পন্স করতে পারেন।
আমার কাছে এস মেরিট একটিও নেই। থাকলে আপনাকে দিতাম। অবশ্যই যখন হবে আমি আপনার পোস্টে মেরিট শেয়ার করব।