এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
ভুল। আপনার উচিত এইটা নিয়ে আরো বিস্তারিত জানা।
বাউন্টি মানে হল বিভিন্ন প্রজেক্টের প্রমোশন এর বিনিময়ে রিওয়ার্ড। সে রিওয়ার্ড হতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কিংবা অন্য যে কোন কারেন্সি। এই ফোরামে রিওয়ার্ড হিসেবে দেয় টোকেন/কয়েন। এখন কথা হল বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট কেন BEP20 এড্রেস চায়। এর কারন হচ্ছে বর্তমানে বেশির ভাগ প্রজেক্ট বাইন্যান্স চেইনে লাঞ্চ হচ্ছে যেখানে আগে হত ইথেরিয়াম ব্লকচেইনে। ইথেরিয়াম এর গ্যাস ফি অবশ্যই একটা কারন তবে এখন সব প্রজেক্ট বাইন্যান্স এ টোকেন ক্রিয়েট করে যার কারনে ইথেরিয়াম এড্রেস আর চায় না।
ওনার কথা আংশিক সঠিক ধরে নিতে পারেন। এখন বেশিরভাগ প্রজেক্ট বাইনান্স স্মার্ট চেইনে হচ্ছে। ইথেরিয়াম চেইনে হচ্ছে না। প্রশ্ন হলো কেনো হচ্ছে না? কেনো প্রজেক্ট গুলো ইথেরিয়াম চেইন ব্যাবহার করছে না? কেনো সবাই বাইনান্স চেইনে প্রজেক্ট লঞ্চ করছে?
উত্তর টা এখানেই। বিগত ২ বছর যাবত ইথেরিয়াম এর ট্রাঞ্জেকশন ফি অনেক বেড়ে গেছে। অপর দিকে বাইনান্স চেইনে এটা অনেক বেশি সাশ্রয়ী।
তো গ্যাস ফি বেড়ে যাওয়ার কারনে সবাই এখন বাইনান্স চেইনে মুভ হচ্ছে এটা সঠিক। কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেই কয়েন যেই চেইনে আছে, তারা সেই চেইনের এড্রেস ই চাইবে।
ধন্যবাদ