কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই।
হুম। আমিও ঠিক এটাই বলতে চেয়েছি। ক্রিপ্টো জগতে আমাদের দেশের অনেক ভাই বোন আছেন কিন্তু একটা জিনিস সত্য যে আমাদের জেনারেল নলেজ ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুবই কম। আমি এবং আরো অনেকেই চেষ্টা করেছি এইগুলা নিয়ে শেয়ার করতে কিন্তু কাউকে তেমন আগ্রহী পাই না। বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো না জানলে আমরা সত্যি অনেক পিছিয়ে থাকবো।
আমি আপনার সাথে একমত। আপনিও হয়তো জানেন যে যারা এই ফোরামে আছে, ইনাদের মধ্যেও বেশিরভাগ লোকের ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেসিক ধারণা কম। প্রশ্ন হতে পারে তাহলে ওনারা ফোরামে এলো কি করে?
উত্তরটা এরকমঃ বেশিরভাগ লোকজনই বাউন্টির কাজ করতে এসেছে অথবা প্রোফাইল বিল্ড করে সিগ্নেচার ক্যাম্পেইনের মাধ্যমে টাকা ইনকাম করতে এসেছেন। আমি মনে করি টাকা ইনকাম করতে আসা দোষের কিছু নয়। আমরা সবাই টাকা ইনকাম করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নতুন কিছু শিখার ব্যাপারে অনেক পিছিয়ে আছি। কেউ শিখাতে চাইলেও আমরা তেমন মনোযোগ দেই না।
আমাদের সরকারকে দেখেন, আজকে কোনো মন্ত্রী যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেসিক নলেজ রাখতো, আমরা আরো সুন্দর একটা ডিজিটাল মারকেট প্লেস আশা করতে পারতাম। তবে পলক সাহেবের রিসেন্ট এক্টিভিটি আমার কাছে পজেটিভ মনে হয়েছে। অদুরেই হয়তো আমরা মন্ত্রণালয়ে তরুণ নেতা দেখতে পাবো, এবং এই তরুণ মন্ত্রীদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম আগিয়ে যাবে।