বাউন্টিতে কাজ করতে একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন কিন্তু তাদের রুলস মেনে( ওয়ালেট,ফেসবুক,টুইটার অন্য সকল কিছু নিজ নিজ মানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা হতে হবে) সাধারন ভাবে এইগুলো মেনে আপনি চাইলে হাজারো অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারেন।
ভূল। হাজারটি কেনো? একই বাউন্টি ক্যাম্পেইনে একটির বেশী ২ টি একাউন্ট ব্যাবহার করতে পারবেন না (নিয়ম অনুযায়ী)। আপনি ইচ্ছা করলে হাজারটা করতে পারেন। তবে কানেকশন ধরা খেলে জামিন নাই।
এখানে আপনি যেই তথ্যটি দিলেন, সেটা মূলত একটা চিটিং টিপস/ট্রিক্স। আর কিছুই না। আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন। এই ধরা খাওয়া থেকে বাচার জন্য প্রত্যেক একাউন্টের জন্য আলাদা সোস্যাল মিডিয়া প্রোফা্ইল ব্যাবহার করার যে বুদ্ধিটা দিলেন। এটা আসলে একটা চিটিং আইডিয়া। নিজে নিয়ম ভালো করে পরুন। জানুন, তারপর অন্যকে পরামর্শ প্রদান করেন। আপনার ভূল পরামর্শের কারনে আরেকজন যেকোনো ভাবে ধরা খেয়ে গেলে এর দায়ভার কে নিবে?