Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার গ্রহন যোগ্য
by
shasan
on 30/11/2021, 04:17:49 UTC
⭐ Merited by BitCoinDream (1)
আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন  প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।

মাল্টিপল অর্থ্যাৎ একাধিক একাউন্ট ব্যাবহার করা ফোরামের নিয়ম এর বর্হিভূত। আপনাদের এখানে এটা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি। আপনাকে যিনি ইনভাইট করেছে তার উচিত ছিলো ফোরামের রুলস সম্পর্কে স্পষ্ট ভাবে আপনাকে জানিয়ে দেয়ার। যাই হোক ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

https://bitcointalk.org/index.php?topic=631891.msg55551271#msg55551271
       
১৮ নম্বর নিয়ম পড়েন। অন্নের ভুল ধরার আগে একটু কষ্ট করে যাচাই করেন।