Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার গ্রহন যোগ্য
by
shasan
on 30/11/2021, 04:52:49 UTC
⭐ Merited by naim027 (1) ,Review Master (1)
ভাই আমার উদ্দেশ্য কারো ভুল ধরা নয়। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। আপনি ঠিক বলেছেন ১৮ নম্বর রুলসে বলা হয়েছে একাধিক একাউন্ট ব্যাবহার করা যাবে। যদি তাই হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কিছু দিন পর পর মাল্টিপল ধরে একাউন্ট ব্যান করে দেওয়া হয় কেনো? 
1 টা একাউন্ট ব্যান করে দেওয়ার পর আরও একাউন্ট করলে তা ব্যান করে দেওয়া হয় (ban evasion).

আর connected account এ নেগেতিভ trust দেওয়া হয় যদি ফোরাম এ কোন কিছু abuse করা হয়। যেমনঃ একই twitter একাউন্ট একাধিক ফোরাম একাউন্ট এ ব্যাবহার, মেরিট লেনদেন ইত্যাদি।