আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।
মাল্টিপল অর্থ্যাৎ একাধিক একাউন্ট ব্যাবহার করা ফোরামের নিয়ম এর বর্হিভূত। আপনাদের এখানে এটা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি। আপনাকে যিনি ইনভাইট করেছে তার উচিত ছিলো ফোরামের রুলস সম্পর্কে স্পষ্ট ভাবে আপনাকে জানিয়ে দেয়ার। যাই হোক ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন।